ভৌগলিক ও অর্থনৈতিক
দিনাজপুর সদর উপজেলা বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলাগুলোর একটি। ইহা রংপুর বিভাগের দিনাজপুর জেলায় অবস্থিত। দিনাজপুর সদর উপজেলার উত্তরে কাহারোল উপজেলা, দক্ষিণে ভারতের পশ্চিম বঙ্গ রাজ্য, পশ্চিমে বিরল উপজেলা এবং পূর্বে চিরিরবন্দর উপজেলা অবসিহত। পুনর্ভবা এবং আত্রাই দিনাজপুর সদর উপজেলার প্রধান নদী। দিনাজপুর সদর উপজেলায় আবহাওয়া উষ্ন ও আদ্র। এখানকার সর্বোচ্চ গড় তাপমাত্রা ২৯০ ডিগ্রী এবং সর্বনিম্ন ২৩০ ডিগ্রী সেঃসিঃ। এখানে বর্ষা কালে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়। দিনাজপুর সদর উপজেলার একটি বড় অংশের মৃত্তিকার গঠন বরেন্দ্র অঞ্চলের সংগে সামঞ্জস্যপূর্ণ।
অর্থনৈতিক কর্মকান্ডঃ
দিনাজপুর সদর উপজেলা মুলতঃ কৃষি নির্ভর। এখানে প্রচুর পরিমাণে নানা ধরনের উন্নতমানের ধান উৎপাদন হয়। খাদ্যের স্বয়ং সম্পূর্ণ এই উপজেলা হতে বিভিন্ন ধরনের সুগন্ধি চালসহ সাধারণ মানের চাল দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। ধান ছাড়াও ভুট্টা, গম, টমেটো, আলু এবং নানান ধরনের সব্জি এ অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্যের অন্যতম। দিনাজপুর সদর উপজেলার মাসিমপুরের বেদানা লিচুর সুখ্যাতি বিশ্বজোড়া। কৃষি ছাড়াও কৃষি নির্ভর বিভিন্ন শিল্প বিশেষতঃ আধুনিক চাল কলের ব্যাপক বিস্তার ঘটেছে। এ ছাড়াও পাপড় শিল্পের ঐতিহ্য ও খ্যাতি রয়েছে।
প্রশাসনিক কর্মকান্ড:
উপজেলা প্রশাসনের আওতায় ২৫ টি বিভাগ রয়েছে। সকল বিভাগের প্রধানগণ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তাদের কর্মকান্ডের সমন্বয় সাধন করে থাকেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS