১৮৬৯ খ্রিঃ প্রায় ৪ বর্গমাইল এলাকা নিয়ে দিনাজপুর পৌরসভা প্রতিষ্ঠিতহয় এবং পদাধিকার বলে এর প্রথম চেয়ারম্যান ছিলেন তত্কালীন জেলা ম্যাজিষ্ট্রেট মিঃপ্যাটারসন ৷তখন জনসংখ্যা ছিল আনুমানিক ১০/১২হাজার৷ ১৮৭২ সালে প্রথম সরকারীভাবে আদমশুমারীতে জনসংখ্যা ১৩৭৮২জন গণনা করা হয়৷ ১৮৯৮ সালে সরকারী নিয়ন্ত্রণমুক্ত পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়৷ করদাতাদের ভোটাধিকারের ভিত্তিতে দিনাজপুরের তত্কালিন মহারাজা গিরিজানাথরায় পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন৷ প্রাথমিক পর্যায়ে বাংলাস্কুলের একটি ক¶েপৌরসভার দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হলেও ১৯০৩ সালে বর্তমান পৌরভবনটি নির্মিত হয়৷ বর্তমানে দিনাজপুর পৌরসভা ১২টি ওয়ার্ড সন্বনয়ে একটি প্রথম শ্রেনীর পৌরসভা, যারআয়তন ২৪.৫০ বর্গকিলোমিটার, লোকসংখ্যা ১,৫৭,৩৪৩ জন, ভোটারসংখ্যা ৯৯৮৬৬ জন৷ ০.৭৬একর জমির উপর গঠিত অতিপুরাতন তিনটি ভবনে পৌরসভার কার্যক্রম পরিচালিত হচ্ছে- এর পূর্বে ঐতিহ্যবাহী জিলা স্কুল, পশ্চিমে রেলষ্টেশন, উত্তরে জেলা সদর হাসপাতাল, দ¶িণে জেলা প্রশাসক কার্যালয় ও বিচারীক ভবন সমূহ অবস্থিত৷ দিনাজপুর পৌরসভায় বিনোদনের জন্যএকটি শিশুপার্ক আছে৷ এখানে একটি বাস টার্মিনাল, একটি ট্রাক টার্মিনাল, একটি খেয়াঘাট ও চারটি হাট-বাজার আছে৷
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS