সুকসাগর,৪ নং শেখপুরা ইউনিয়ন , দিনাজপুর সদর , দিনাজপুর ।
রাজবাড়ীর পিছনেই সুকসাগর অবস্থিত । দিনাজপুর সদর উপজেলা হতে ইজিবাইক বা রিক্সা করে যেতে হয়।
0
দিনাজপুরের সুপ্রাচীন সুবৃহৎ দীঘিগুলোর মধ্যে ইহা অন্যতম। দিনাজপুরের রাজবাড়ী থেকে মাত্র ১০০ গজ পুর্ব দিকে রাজা সুকদেবের নামের স্মৃতিবহ বিরাট সুক সাগর দীঘি অবসিহত। দীঘির উত্তর পাড়ে একটি কারতকার্যময় প্রাচীন শিব মন্দির ছিল। এখনও এই সাগরের দৃশ্য দেখার মত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস