Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চেহেলগাজী মাজার ও মসজিদ
স্থান

চেহেলগাজী মাজার ও মসজিদ,১ নং চেহেলগাজী ইউনিয়ন,দিনাজপুর সদর , দিনাজপুর ।

কিভাবে যাওয়া যায়

দিনাজপুর সদর উপজেলা হতে সোজা সোজা উত্তরে রিক্সা বা ইজি বাইক এ করে যেতে হয়। রিক্সা ভাড়া ১০ টাকা নেয়।

যোগাযোগ

0

বিস্তারিত

 দিনাজপুর এর প্রত্ন-তাত্বিক সম্পদগুলির অন্যতম হচ্ছে চেহেলগাজী মাজার শরিফ। দিনাজপুর শহর থেকে প্রায় ৫ কিঃ মিঃ উত্তরে অবসিহত মাজারটি ৩৬ হাত দৈর্ঘ, ৮ ফুট চওড়া ও উচ্চতায় ৪ফুট। প্রকৃত পক্ষে চেহেলগাজী কোন বিশেষ ব্যাক্তির নাম নয়। চেহেল শব্দের অর্থ চল্লিশ। অনুমান করা হয় যে, মুসলিম অধিকারের প্রাথমিক যুগে চল্লিশ জন অশ্বারোহী সমন্বয়ে গঠিত একটি গাজী বা মুজাহিদ দল বেদব্রাক্ষণ অধ্যুষিত বরেন্দ্র ভুমির এই প্রত্যমত অংশে মহান ইসলামের একত্ববাদ ও উন্নত সভ্যতার বাণী প্রচার করতে এসে সহানীয় অত্যাচারী নৃপতি গোপাল রাজার দ্বারা বাধাপ্রাপ্ত হন এবং পরিশেষে সম্মুখ যুদ্ধে শহীদ হন। এই রণভুমিতেই তাদের সকলের এক সঙ্গে সমাধি রচিত হয়। এই কবরখানা দিনাজপুরের অন্যতম পবিত্র সহান হিসাবে বহু দর্শক দেখতে আসেন।